রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
Banner

মেয়ের আঁকা ছবিতে প্রতিবাদ, শেয়ার করলেন মিথিলা

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : August 2, 2024
মেয়ের আঁকা ছবিতে প্রতিবাদ, শেয়ার করলেন মিথিলা
সংগৃহীত ছবি

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলছে অস্থিরতা। এরই মধ্যে আন্দোলনের জেরে দেশে কারফিউ চলছে। শিক্ষার্থীরা ৯ দফা দাবি জানিয়েছেন। সেটি পূরণ না হওয়া অবধি ঘরে ফিরে যাবে না বলেও জানিয়েছেন।

সাধারণ জনগণের পাশাপাশি চলমান ইস্যুতে সরব রয়েছেন শোবিজের তারকারাও। নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদও জানাচ্ছেন তারা। 

শিক্ষার্থীদের সঙ্গে যে কয়েকজন তারকা একাত্মতা প্রকাশ করেছেন, তাদের একজন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দেশে চলমান এই পরিস্থিতিতে এবার ছবি এঁকে প্রতিবাদ জানিয়েছে মিথিলাকন্যা আয়রা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মেয়ের আঁকা কিছু ছবি পোস্ট করেন মিথিলা। ছবিটি দেখে বুঝতে বাকি নেই যে, চলমান কোটা আন্দোলন পরিস্থিতিতে সম্প্রতি ঘটে যাওয়া গুলিকাণ্ডের চিত্র এগুলো।

মেয়ের আঁকা ছবিটি শেয়ার করে ক্যাপশনে মিখিলা লিখেছেন,

‘আমার মেয়ের আঁকা ছবি। ছোটরাও বড় হয়ে গেল।

 

ওই ছবিতে দেখা যায়, লাল রক্ত মাখা শরীরে একটি বেডিতে পড়ে আছে কিছু নিথর শরীর। পাশে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আরো কিছু মানুষ। তার একটি প্ল্যাকার্ডে লেখা উই ওয়ান্ট ফ্রিডম। আরেকটি প্ল্যাকার্ডে লেখা, উই ওয়ান্ট জাস্টিস।

ওপরের প্রচ্ছদে লেখা, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো দেখে বেশ চমকে যান মিথিলার অনুরাগীরা। কেউ তো লিখেছেন, ওরা আমাদের চেয়ে সাহসী। কারো মন্তব্য, ভীষণ সুন্দর এবং বুদ্ধিদীপ্ত।

এদিকে ১ আগস্ট কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় বিক্ষোভ-প্রতিবাদ জানিয়েছে শিল্পী সমাজ। এদিন সকালে শিক্ষার্থীদের সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছিলেন মিথিলাও। সেখানে সবার সঙ্গে আন্দোলন ঘিরে হত্যার হিসাব, বিচার করাসহ নির্বিচারে গুলি ও সহিংসতা বন্ধের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর